পৃথিবী যদি গোলাকার না হয়ে সমতল হতো, তাহলে কি হতো...???

1 year ago
5

কখনো ভেবে দেখেছেন যে পৃথিবী যদি গোল না হয়ে সমান্তরাল হতো,,, তাহলে কি কি হতো...???

অন্যসব বাদ দিয়ে শুধু চন্দ্রগ্রহণের কথা চিন্তা করা হয়,,, তাহলে দেখা যাবে চাঁদে একটা লম্বা ছায়া পরতো...!!!

নাসার একটি নিবন্ধ থেকে জানা যায়, প্রাচীন গ্রিকরা মহাকাশে গ্রহ-নক্ষত্রের অবস্থান,,, গ্রীষ্মের অয়নকালের সময় ও চন্দ্রগ্রহণের সময় তার ওপর পতিত পৃথিবীর ছায়া পরিমাপ করে পৃথিবীর গোলাকার ধারণাতে উপনীত হয়েছিল...!!!

অবিশ্বাস্য মনে হলেও সত্য, পৃথিবীতে একটা গোষ্ঠী আছে যারা পৃথিবীর সব বৈজ্ঞানিক ব্যাখ্যাকে উড়িয়ে দিচ্ছেন, বহু বছর ধরে যারা পরিচিত 'ফ্লাট আর্থ সোসাইটি', ও 'মডার্ন ফ্লাট আর্থ সোসাইটি' নামে,,, যাদের রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য 'ইন্টারন্যাশনাল ফ্লাট আর্থ রিসার্চ সোসাইটি'...!!!

২০১০ সালে 'দ্য গার্ডিয়ান'-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এই গোষ্ঠীর তৎকালীন সভাপতি ড্যানিয়েল শেন্টন, মানুষের বিবর্তনকে একটা জালিয়াতি ও বৈশ্বিক উষ্ণতাকে রহস্য বলে মনে করেন,,, আর পৃথিবীর গোলাকৃতির তত্ত্ব, তা তো তাদের কাছে বাতিলের খাতায় চলে গেছে...!!! তাদের ধারণা, মাধ্যাকর্ষণ বলে আসলে কিছুই নেই, যা আমরা কেবল অনুভব করি,,, কারণ, কিছু রহস্যময় শক্তি প্যানকেক আকৃতির এই পৃথিবীকে উপরের দিকে ত্বরান্বিত করছে...!!!

Video Created by : nss3221

Loading comments...