প্লুটোকে কেনো গ্রহ বলা হয় না...???

1 year ago
1

প্লুটো (Pluto) কে ৭৬ বছর যাবৎ আমাদের কাছে গ্রহ হিসেবেই পরিচিত ছিলো...!!!
কিন্তু এখন আর গ্রহ বলা হয় না,,,

IAU (International Astronomical Union) যারা বিভিন্ন বৈশ্বিক মেলবন্ধন বা সভা আয়োজনের মাধ্যমে গ্রহ/নক্ষত্রের রিসার্চ করে এবং প্রোমোট করে,,, তারা ২০০৬ সালে তিনটা নতুন নিময় সিলেক্ট করে দেয় যে "কখন একটা মহাশূন্যের বস্তুকে গ্রহ বলা যাবে...!!!"

১) গ্রহকে অবশ্যই কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে হবে,,, (আমাদের সোলার সিষ্টেমে নক্ষত্র হচ্ছে সূর্য...!!!)

২) কোনো মহাজাগতিক বস্তুকে গ্রহ উপাধি পেতে হলে তাকে গোলাকার হতে হবে...!!!

৩) গ্রহের নিজের ম্যাধ্যাকর্ষ শক্তির দ্বারা নিজের কক্ষপথ পরিষ্কার রাখতে হবে...!!!

যেমন উদাহরণ স্বরূপ বলতে পারি আমাদের পৃথিবীর কথা,,, ১) পৃথিবী সূর্যের চারিপাশে ঘুরছে, ২) পৃথিবী গোলাকার, ৩) পৃথিবীর কক্ষপথ একদম পরিষ্কার (নিজের কক্ষপথে চাঁদ আসাতে, পৃথিবী চাঁদকে নিজের চারপাশে ঘুরিয়ে নিজের কক্ষপথ পরিষ্কার রাখেছে)...!!!

আবার চলে আসি ছোট্ট বন্ধু প্লুটোর কাছে,,,
১) প্লুটো সুর্যের চারিপাশে ঘুরছে,,, ✔️
২) প্লুটো গোলাকার,,, ✔️
৩) প্লুটো নিজের কক্ষপথকে ক্লিয়ার রাখতে পারে না,,, ❌

জি হ্যাঁ,,, ৩ নাম্বার পয়েন্টে গিয়ে ছোট্ট বন্ধু ধরা, কারণ প্লুটো নিজের মাধ্যাকর্ষণের বল দ্বারা এস্টেরয়েড, কমেড, আইস এসব বস্তুকে সরিয়ে বা নিজের চারপাশে ঘুরিয়ে, নিজের কক্ষপথ পরিষ্কার রাখতে পারেনি,,, সেজন্যই মূলত প্লুটোকে গ্রহ উপাধি থেকে বাদ দেয়া হয়েছে...!!!

#solarsystem #blackhole #moon #earth #space #power #sun #CapCut #light #lightyear #march #speedoflight #eneargy #night #day #night #polarnight #eclipse #solareclipse2023 #solareclipse #solar #supernova #viralvideo #viralreels #blackhole #bloodmoon #satan #penumbral #time #timedilation #eventhorizon #jupiter #jupitersavesearth #pluto

Loading comments...