Blackhole (ব্ল্যাকহোল)

1 year ago
1

ব্ল্যাকহোল হলো মহাশূন্যের এমন কিছু জায়গা, যেখানে মহাকর্ষ-বল আশপাশের সবকিছু টেনে তার কেন্দ্রে নিয়ে যায়,,, এমনকি আলোও টেনে নেয়, এ জন্যই একে ‘ব্ল্যাক’ হোল বলে চিহ্নিত করা হয়...!!!

আপনারা জানেন যে আলো প্রথমে কোনো বস্তুর উপর পরে তারপর আমাদের চোখে পরে,,, যার কারণে আমরা সেই বস্তুটি দেখতে পাই কিন্তু ব্ল্যাকহোলে আলো শুধু ঢোকে, বেরোয় না,,, ফলে চোখে দৃশ্যমান হয় না...!!!

সামান্য জায়গায় অনেক বেশি পদার্থ ঘনীভূত হয় বলে এর বিরাট আকর্ষণশক্তি থাকে,,, কোনো বড় তারা (নক্ষত্র) ধ্বংস হওয়ার পর (মানে সুপারনোভায় পরিনত হওয়ার পর) নিজের কেন্দ্রে জড়ো হয়ে ব্ল্যাক হোলের উদ্ভব ঘটে...!!!

ব্ল্যাকহোলের ভর সূর্যের চেয়ে ৭০০ কোটি গুণ বেশি,,, আর যেখানে ভর বেশি সেখানে সময় খুব ধীরে চলে...!!! মানে সময় তো সেখানে আপনার কাছে স্বাভাবিক মনে হবে,,, কিন্তু সেখানের তুলনায় পৃথিবী অথবা অন্য গ্রহের সময় খুব দ্রুত কাটবে...!!!

#solarsystem #blackhole #moon #earth #space #power #sun #CapCut #light #lightyear #march #speedoflight #eneargy #night #day #night #polarnight #eclipse #solareclipse2023 #solareclipse #solar #supernova #viralvideo #viralreels #blackhole

Loading comments...