ll How I did pruning & repotting my adenium plant / কীভাবে আমি এডেনিয়ামের প্রুনিং আর রিপটিং করলাম ll

2 years ago
3

ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই নিউ ভ্লগ। আজ তোমাদের একটা নতুন ভিডিও দেখাব যেটা অনেকদিন ধরে শুট করতে হয়েছে। আজ আসলে দেখাব কিভাবে এডেনিয়াম গাছকে প্রুনিং আর রিপটিং করতে হয়। হাতে কলমে বানানো বলে সময় বেশি লেগেছে যথারীতি। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে এই ভিডিও। তাই পুরোটা দেখতে ভুলো না। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটার ফিডব্যাক কিন্তু পাচ্ছি না ঠিক মতো। সেটা প্লিজ জানিও। তাতে আমার ভিডিও বানাতে ইন্সপিরেশন আসে।
এবার দেখো প্রথমে গাছটা কীভাবে কেটে ফেললাম। এরপর এই গাছ দিন পনের উল্টো করে ছায়ায় ঝুলিয়ে রাখা হয়েছে। তার আগে অবশ্যই ফাঙ্গিসইড লাগিয়ে নিতে হবে। আমি হলুদ লাগিয়েছি ন্যাচারাল ফাঙ্গিসইড হিসেবে। পনেরো দিন পর পট রেডি করে তারপর লাগিয়ে দিলেই কেল্লাফতে। সবচেয়ে সহজে এই গাছ রিপটিং করা যায়।

এবার বলি,কীভাবে মাটি রেডি করবে। 50 পার্সেন্ট গার্ডেন সয়েল ,30 পার্সেন্ট বালি আর 20 পার্সেন্ট ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি রেডি করতে হবে। এর সাথে হাড় গুঁড়ো, শিং কুঁচি মেশাতে হবে অল্প পরিমাণে। তাহলেই গাছের জন্য পট রেডি।

আজ এই পর্যন্তই। পরের ভিডিও নিয়ে শিগগিরই আসছি। টাটা।

#pinky #vlog #gardening #adenium #trending #

Loading comments...