ll Great Ganga Arati now in Kolkata ll বেনারসের ধাঁচে কলকাতার বাবুঘাটে গঙ্গারতি / নতুন ডেস্টিনেশন ll

1 year ago
1

কলকাতার রাজা কদমতলা ঘাট বা পরিচিত বাবুঘাট কলকাতার পুরানো ঘাটগুলোর মধ্যে অন্যতম। এই ঘাট দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ পরিচিত। এখন থেকে ওই ঘাট সন্ধ্যায় গঙ্গা আরতির জন্য বিখ্যাত হবে বলে মনে করি।
কলকাতা মিউনিসিপাল অর্গানাইজেশন পরিচালিত গঙ্গা আরতি দেখতে আমরা গিয়ে এই ভিডিও কভার করি। বাজা কদমতলা ঘাটে বা বাবুঘাটে গত ০৩/০৩/২৩ এ মাননীয়া মুখ্যমন্ত্রী এই গঙ্গা আরতি উদ্বোধন করেছেন। আর এবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬ টার সময় গরম কাল আর শীতকালে ৭ টায় এই আরতি হবে প্রায় ৪৫ মিনিট ধরে। রোজ হবে বলে এখনো খবর। এখানে আসতে হলে বিভিন্ন রুট ব্যবহার করতে পারেন। বাসে করে ইডেন উদ্যান স্টপেজে নেমে এলে পাশেই বাবুঘাট। ট্রেনে করে আসতে চাইলে চক্র রেল পাশের ইডেন গার্ডেনের স্টেশনে নামলে সামনেই বাবুঘাটের গঙ্গারতির জন্য নির্দিষ্ট স্থান। চাইলে লঞ্চে করে হাওড়া থেকেও আসা যায়। নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইলে ফ্রিতে গাড়ি রাখার সুনির্দিষ্ট স্থান পাবেন বিশেষ এই গঙ্গা আরতির জন্য।

বসে দেখবার জন্য প্রচুর চেয়ারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের জেটি আছে, যাতে করে গঙ্গার বুকে বসে আরতী দেখার ব্যবস্থা আছে। এক ঘন্টার ভ্রমণ। জনপ্রতি 100 টাকা ভাড়া। কোন প্রি বুকিং নেই। ওইখানেই একটু আগে গিয়ে টিকিট কাটলেই হবে। রিপোর্টিং টাইম জেটিতে বসার 5-45, তার একটু আগে গিয়ে টিকিট কাটলেই হবে।

এই প্রসঙ্গে বলে রাখি, অনেকদিন ধরেই হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এইরকম বেনারসের মতন গঙ্গা আরতি হয় সন্ধ্যে সাতটা থেকে প্রতিদিন।

আরতি দর্শনের পুণ্যি করার পর মন খাই খাই করতে থাকলে, (গঙ্গার হাওয়া আর কত খাব)😂😂 ঘুরতে ঘুরতে চোখে পড়বে একটি আলোকিত সুসজ্জিত ভেসেল। এটা ফ্লোটিং রেস্টুরেন্ট। যে ঘাট দিয়ে আরতি দেখার জেটিতে যেতে হয় রেস্টুরেন্টের প্রবেশপথও সেই দিক দিয়ে। ফ্লোটিং (ভাসমান) রেস্টুরেন্টটার নাম "লেনিন ক্রুজ"। এটাও পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের পরিচালিত। খুব সুন্দর পরিবেশ, খাবারের দামও বেশ কম আর অনেক রকম ভ্যারাইটিও আছে। এটাও কোনরকম প্রি-বুকিং লাগে না, গিয়ে বসলেই হবে।
শনিবার - রবিবার সন্ধ্যে ছটা থেকে সাতটা, এক ঘন্টা এই ভেসেল গঙ্গার বুকে ঘুরে বেড়ায় মানে গঙ্গা দর্শন হবে, সপ্তাহের বাকি দিনগুলি একই জায়গায় থাকে। ঘুরে আসতে পারেন গঙ্গার বুকে এই ভাসমান রেস্তোরায। পুণ্যি করতে করতে, পেট পুজো করা মন্দ লাগবে না।

ইডেন গার্ডেন ঘুরে দেখতে চাইলে আর কী কী আছে জানতে চাইলে নিচের ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন!👇👇

https://youtu.be/yJw9QCdzlyg

#gangaaarti
#kolkatagangaaarti
#gangaaartikolkata
#kolkatagangaaarti
#varanasigangaaarti
#gangaaartiinkolkata
#gangaaartibanaras
#gangaaartivaranasi
#gangaaartiharidwar
#kolkatagangaghat
#kolkata
#kolktabuzz
#kolkatadiaries
#kolkatablogger
#kolkataphotography
#kolkataganga
#gangaaaratikolkata

Loading comments...