ক্যান্সার কে কি করে ভাতে মারবেন জানুন। ক্যান্সারের মেটাবলিক তত্ব বুঝে অতি সস্তায় রোগ নিয়ন্ত্রণ

2 years ago
1

অজ্ঞতাবশত অনেকেই কিটোজেনিক ডায়েট কে ক্ষতিকর ডায়েট বললেও, প্রকৃতপক্ষে এই ডায়েট ক্যান্সার এবং মেতাবলিক সিনড্রোম থেকে উদ্ভূত অনেকগুলো অসুখের জন্য আল্লাহ'র বিশেষ রহমত বলতে পারেন। এই ডায়েট প্রচলিত চিকিৎসার তুলনায় এতই সস্তা যে, গরিব রোগীগনও, যাদের কিমো বা রেডিও থেরাপির ব্যয় বহনের উপায় নেই, তারাও এই উপায় ব্যাবহার করে জীবন রক্ষার চেষ্টা করতে পারেন।

এই বিষয়ে বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন EasyHealthEducation.com ওয়েবসাইটের মাধ্যমে।

যারা ইংরেজি বোঝেন, তাদের কে অনুরোধ করব এখুনি প্রফেসর টমাস সিফ্রিড এর এই আলোচনাটি শুনবেনঃ https://youtu.be/pFd73eNIx80

দুঃখজনক হলেও সত্য যে, চিকিৎসকগন সদিচ্ছা থাকলেও সব সময় রোগীকে সঠিক চিকিৎসা দিতে পারেন না কারণ তাতে তাদের চিকিৎসক হিসাবে লাইসেন্স হারাতে পারেন। এবং সঠিক চিকিৎসা না হলে, আপনার জীবন প্রদীপ নিভে যাবে অকালেই। তাই নিজ স্বাস্থ্যের দায়িত্ব নিজের হাতে তুলে নিন। ক্যান্সার সম্পর্কে জানুন এবং ক্যান্সার কে হারিয়ে স্বাস্থ্য উদ্ধার করুন।

Loading comments...