জানেন কি তিমির বমির দাম এক কোটি টাকা! /#sciencefacts #স্পন্দন #বিজ্ঞান_সম্মত_আলোচনা #spermwhale

1 year ago
2

#sciencefacts #স্পন্দন #viral #বিজ্ঞান_সম্মত_আলোচনা #trendingshorts #shortsvideo #ভাইরাল #viralshorts #trending #তিমি #তিমির_বমি #ambergris

জানেন কি তিমির বমির দাম এক কোটি টাকা কেন?

তিমির বমিকে Ambergris বলে। Amber সদৃশ হওয়ায় এটিকে Ambergris বলে। এটি সাধারণত মোম সদৃশ কঠিন পদার্থ যা তিমির অন্ত্রে তৈরি হয়। এটি সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয়। পারফিউম এবং বডি স্প্রে তৈরিতে এটি সুগন্ধিকারক হিসেবে ব্যবহৃত হয়। এটির দুষ্প্রাপ্যতার কারণে এটি খুবই মূল্যবান। সব প্রকার তিমি এই Ambergris উৎপন্ন করে না, শুধু তিমির একটি প্রজাতি স্পার্ম হোয়েল থেকে এটি পাওয়া যায়। অম্বুরী তামাক এই বমি থেকেই তৈরি হয়।

এরকম একটি টুকরোর দাম কয়েক হাজার ডলার হোতে পারে। সাধারণত এটিকে সমুদ্রে ভাসন্ত অবস্থায় পাওয়া যায় এবং অনেক সময় ভাসতে ভাসতে সমুদ্র তীরে চলে আসে।এজন্য একে "floating gold"ও বলা হোয়ে থাকে। আগেকার যুগে যে ওম্বুরী তামাকের কথা বলা হোতো তা এই বোমি থেকেই তৈরি হোতো।

Loading comments...