সাদিয়া জাহান প্রভা এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির স্ক্যান্ডাল ভিডিও ভাইরাল

1 year ago
6

দর্শক মনে আছে কি সাদিয়া জাহান প্রভা এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির স্ক্যান্ডাল ভিডিওর কথা? যা কিনা ঢালিউডে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে একটা সময়, রেস মাহিয়া মাহির উপরে খুব বেশি না পড়লেও প্রভার উপরে পড়েছে অনেক, মুহূর্তে তার ক্যারিয়ার একদম নষ্ট হয়ে গিয়েছিল তিনি হারিয়ে ছিলেন তাঁর জনপ্রিয়তা
স্ক্যান্ডাল ভিডিও বাংলাদেশে শুরুটা হয়েছিল সর্বপ্রথম প্রভাকে নিয়ে রাজিবের সাথে তার এই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল নেট দুনিয়ায় তাদেরকে অন ক্যামেরায় খুব স্বাচ্ছন্দে এই ভিডিওটা করতে দেখা যাচ্ছিল। কিন্তু প্রভা সাক্ষাৎকারে জানায় আমি নিষেধ করছিলাম আমি বাধা প্রদান করার চেষ্টা করছিলাম কিন্তু যারা ভিডিওটি দেখেছে তারা কেউ এটি বিশ্বাস করতে পারছে না।
2010 সালে দেশে এবং বিদেশে প্রভা এবং রাজীবের এই নগ্ন এবং আপত্তিকর ভিডিও Footage টি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল।
এ নিয়ে সবিচসহ সারাদেশে চলছে তুমুল মুখরোচক আলোচনা 2010 সালে 29শে আগস্ট স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনে এই বিশেষ প্রতিবেদন টা নিয়ে আলোচনা করা হয়
এবং পরোক্ষভাবে এই ভিডিওটি প্রকাশ করার পুরো দোষ চাপিয়ে দেওয়া হয় রাজিব এর উপরে
কিন্তু রাজিব কিছুদিন গা-ঢাকা দিয়ে থাকার পরে 2010 সালের 30 শে আগস্ট একটি দৈনিক পত্রিকা কে রাজিব সরাসরি বলেন যে ভিডিও ফুটেজটি নিয়ে কথা হচ্ছে সেটা অবশ্যই তৃতীয় কোন ব্যক্তির মাধ্যমেই ছড়িয়েছে
এই ভিডিওটা শুধুমাত্র আমার ফোনে এবং প্রভার ল্যাপটপে ছিল যা ্আমাদের একান্ত ব্যক্তিগত, কেউ নিজের একান্ত ভিডিও ফুটেজ এভাবে সবার সামনে প্রকাশ করতে পারে না এবং দীর্ঘদিন আগেই আমরা এগুলো ডিলিট করে মুছে দিয়েছিলাম,
এগুলো হয়তো আমাদের কাছ থেকে কেউ গোপনে সরিয়ে নিয়েছে, যা কিনা বর্তমান পরিস্থিতিকে আরো ঘোলাটে করার জন্য বর্তমানে তা প্রকাশ করা হচ্ছে, আমাদের দুজনেরই সামাজিক অবস্থান নষ্ট করার জন্য কেউ হয়তোবা এই কাজগুলো করছে।
হয়তো পার্সোনাল শত্রুতা করে ভিডিওটি নেটে ছড়িয়ে দিয়েছে যারা আমাদের খুব কাছের লোক হতেপারে । রাজিব মিডিয়াকে আরো বলেন যে নিশ্চয়ই এটি বের করা সম্ভব কে বা কারা কোন শত্রুতা বশবর্তী হয়ে আমাদের এই পার্সোনাল মুহূর্তের ভিডিও গুলো নেট দুনিয়ায় ভাইরাল করছেন আপনারা নিশ্চয় বের করতে পারবেন এবং আপনারা বের করে প্রকৃত দোষী ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসুন
তবে রাজিব অস্বীকার করলেও এই ভিডিওর জন্য মূলত তাকেই দোষারোপ করা হয় কারণে ভিডিওটা তো তার কাছেই ছিল
তখন সবার একটাই কথা ছিল এমন ভিডিও কি ধারনা করলেই হতো না কি দরকার ছিল এই ভিডিওগুলা করার
এগুলো পশ্চিমা দেশের অহরহ ঘটনার মধ্যে হলেও আমাদের দেশে এই ধরনের ঘটনা বাংলাদেশে এই ধরনের ঘটনা আসলে আমাদের সমাজের জন্য মেনে নেয়া অনেক কষ্টকর
তারপরে আসে বাংলাদেশের মডেল অভিনেত্রী প্রভা জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে এগুলা যেন মেনে নেওয়া যায় না
এ বিষয়ে প্রভা বলেছিলেন যে তার সাবেক প্রেমিক রাজিব তাকে বিয়ে করতে না পারায় হতাশ এবং ক্ষুব্দ হয়ে রাগের বশবর্তী হয়ে এই কাজটি করেছেন।
তারপর একে একে অনেকেরই স্ক্যান্ডাল ফাঁস হয় তবে চিত্রনায়িকা মাহিয়া মাহিরও এমন ভিডি আসবে তা কেউ ভাবতে পারেনননি।

2019 সালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির একটি স্ক্যান্ডাল নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে
5 মিনিট 21 সেকেন্ড এর ভিডিওটির মধ্যে মাহির সঙ্গে 21 থেকে 22 বছরের একটি যুবকের ভিডিও ফুটেজ দেখা গেছে যদিও সেই ছেলেটির পরিচয় এখনো জানা যায়নি
এবং ভিডিও ক্লিপ এর মধ্যে মাহিয়া মাহিকে কে একজন ভাবি ভাবি বলে ডাকছে মাহিরে ভিডিওটি নিয়ে তখন মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে মাহির কণ্ঠস্বর শুনে সকলেই নিশ্চিত হয়েছেন যে এটি আমাদের চিত্রনায়িকা মাহিয়া মাহি,জনপ্রিয় এই অভিনেত্রী মাহিয়া মাহির স্কান্ডল ভিডিওটি দেখে চরম হতাশা প্রকাশ করেছেন মিডিয়া প্রেমিকেরা।
এরপর মাহিয়া মাহির ক্যারিয়ারে ধস নামতে থাকে এবং পর্যায়ক্রমে জাজ মাল্টিমিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার সাথে তার চুক্তি গুলো বাতিল হয়ে যায় এবং এরপর মাহিয়া মাহির দুটি বিয়ের খবর শোনা যায় এখন বর্তমানে সংসার করছেন এবং তিনি শুনেছি বর্তমানে তিনি সন্তান সম্ভবা। দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।

Loading comments...