ফুটবলবিশ্বকাপ ফাইনালে সেই অবিশ্বাস্য সেভটি যেভাবে করেছিলেন মার্তিনেজl

1 year ago
1

ফুটবল

বিশ্বকাপ ফাইনালে সেই অবিশ্বাস্য সেভটি যেভাবে করেছিলেন মার্তিনেজ

কাতার বিশ্বকাপের ফাইনালে একাধিকবার আর্জেন্টিনার রক্ষণ দেয়াল হয়ে ওঠেন এমিলিয়ানো মার্তিনেজএএফফি

কাতার বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের শেষ দিকে এমিলিয়ানো মার্তিনেজের সেই সেভ মনে আছে?

বক্সের ভেতর আর্জেন্টিনা গোলকিপারকে সামনাসামনি একা পেয়ে গিয়েছিলেন র‍্যান্ডাল কোলো-মুয়ানি। চলতি বলে ভলি করে শটও নিয়েছিলেন, কিন্তু মার্তিনেজ কোন জাদুবলে বাঁ পা দিয়ে বলটি ঠেকিয়ে দিয়েছিলেন, তা গবেষণার বিষয়।

সেই সেভের পর থেকেই মার্তিনেজ অন্য রকম পরিচিতি পেয়ে গেছেন। সদ্য শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের কথাই ধরুন। ভারতের বিপক্ষে প্রায় একইভাবে একটি সেভ করার পর গোলরক্ষক রুপনা চাকমাকে বলা হচ্ছে বাংলাদেশের ‘মার্তিনেজ’। আর্জেন্টাইন গোলরক্ষকের এমন জনপ্রিয়তা পাওয়ার পেছনে কিন্তু সেই অবিশ্বাস্য সেভ। বিশ্বকাপজুড়েই দারুণ কিছু সেভ করার পরও ফাইনালে মার্তিনেজের ওই সেভটি আলাদা জায়গা করে নিয়েছে ফুটবলপ্রেমীদের হৃদয়ে। কীভাবে বলটি ঠেকালেন মার্তিনেজ?

Loading comments...