অসহায়দের সহায় মঞ্জিলা আক্তার মিমি | Channel I Positive Think |

2 years ago
3

মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর মাধ্যমে ফেনীসহ দেশের বিভিন্নপ্রান্তে মঞ্জিলা সেবা দিচ্ছেন অসহায় মানুষদের। মানুষকে সেবা দিতে আছে সংগঠনটির নিজস্ব অ্যাম্বুল্যান্স ও স্বেচ্ছাসেবক দল। ফেনী জেলার মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ বয়ে যাওয়ায় এখানে ঘটে বিভিন্ন দুর্ঘটনা। সেসব দুর্ঘটনা কবলিত মানুষদের মঞ্জিলা তার সংগঠনের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া, চিকিৎসা করানো। এবং পরিবারের কাছে পৌছে দেওয়ার কাজটিও করে থাকেন। এছাড়া সংগঠনটি অজ্ঞাত মৃত ব্যক্তির দাফনকাফন সম্পূর্ণ করেন। রাস্তায় পরে থাকা মানসিক ভারসাম্যহীন রোগীকে পরিচর্চা মাধ্যমে সুস্থ করে তোলেন, ঠিকানা সংগ্রহ করে তাদের পৌছেও দেন আপনজনদের কাছে।

Khairul Islam Tufan

Loading comments...