সুন্দরী স্ত্রী মানুষের সামনে প্রদর্শন করার বস্তু নয় বরং সে একান্তই আপনার জন্য আল্লাহর দেয়া সম

1 year ago

সুন্দরী স্ত্রী
মানুষের সামনে প্রদর্শন করার বস্তু নয় বরং সে একান্তই আপনার জন্য আল্লাহর দেয়া সম্পদ।

আল্লাহ তাআলা বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলির মধ্যে অন্যতম হলো তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য সঙ্গী জোড়া সৃষ্টি করেছেন এবং যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো এবং তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য।’ (সুরা: ৩০ রুম, আয়াত: ২১)।
@AS-Sunnah-Foundation

Loading comments...