গরুর জেব্রাফিকেশন / গোরুকে জেব্রার মত পেন্ট করলে কী লাভ হয়? #sciencefacts #shorrs #স্পন্দন

1 year ago
3

#স্পন্দন #বিজ্ঞান_সম্মত_আলোচনা #sciencefacts #shorrs #viral #culture #shorts #shortsvideo #trending #trendingshorts #গরুর_জেব্রাফিকেশন

#গরুর_জেব্রাফিকেশন

জাপানী বিজ্ঞানীগণ খামারের গরুকে ‘জেব্রাফিকেশন’ করেছেন, অর্থাৎ জেব্রার মতো ডোরাকাটা রং করে দিয়েছেন উৎপাদনশীলতা বাড়াতে! গবাদি পশুকে ঘোড়া মাছি বা Horsefly নামের একধরনের রক্তচোষা মাছি কামড়ায়। গবেষণায় দেখা গেছে মাছি বা অন্যান্য রক্তচোষা পতঙ্গগুলো ডোরাকাটা বা চেকারড বিন্যাসের উপর সহজে বসতে চায় না কেননা এধরনের প্যাটার্ণ এদের চোখে দৃষ্টিবিভ্রম তৈরি করে চলাচলে বাধা সৃষ্টি করে।
ডোরাকাটা রং করার পর দেখা গেছে মাছির কামড় অর্ধেকেরও বেশী কমে গেছে এবং গরুগুলো মাছি তাড়ানোর পেছনে বিশ শতাংশ কম নজর দিচ্ছে। গবেষকগণ ধারনা করছেন আরো যথাযথভাবে ডোরা কেটে মাছির কামড় আরো দক্ষতার সাথে হ্রাস করা যাবে এবং কীটনাশকের ব্যাবহার কমানো যাবে।

Loading comments...