গবেষণা বলছে, হৃদরোগীদের জন্য সীমিত চর্বি ভিত্তিক ডায়েট ক্ষতিকর! এই ডায়েটকে কবর দেবার সময় হয়েছে!

2 years ago
1

উৎসঃ https://youtu.be/r2-XtxYqrPA

সীমিত চর্বিভিত্তিক ডায়েট কে হৃদরোগীদের জন্য বেশী ভালো বলে আমাদের কে গত কয়েক দশক ধরে বলা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এর সমর্থনে কোন নির্ভরযোগ্য গবেষণা ছিল না। এদিকে সম্প্রতি সমাপ্ত একটি গবেষণা বরং নিশ্চিতভাবে দেখিয়েছে যে, সীমিত চর্বি ভিত্তিক ডায়েট হৃদরোগীদের জন্য অধিক বিপদজনক! সেই গবেষণার তথ্য আমাদের সামনে উপস্থাপন করে ডাঃ ব্রেট শার বললেন যে, এবারে এই ডায়েটকে মাটি চাপা দেবার সময় হয়েছে।

Loading comments...