সংক্ষেপে ক্যান্সার রোগ কেন হয় এবং কেমন জীবনধারা অনুসরণ করা উপকারী এবং কেন

2 years ago

ছোট বোন একজন ক্যান্সার আক্রান্তও। ৪র্থ পর্যায়ের এবং সেটা সারা দেহে এখন ছড়িয়ে পরছে। ১১ টি কিমো নেবার পরেও সমাধান মেলে নি। খবর পেয়েই তাকে ফোন করে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে ক্যান্সার কি এবং কিভাবে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বেচারি জিজ্ঞেস করল আমার কাছে কোন ডায়েট চার্ট আছে কিনা তার জন্য। তখনি ভাবলাম কি খেতে হবে এবং কখন খেতে হবে, ইত্যাদি নিয়ে একটি ভিডিও করি। তার ফলেই এই ভিডিওটি ধারণ করা।

কেউ হয়তো উপকৃত হবেন, এই আশায়।

আমার ফেসবুক পেজটি লাইক করে সাথে থাকুনঃ https://www.facebook.com/easyhealtheducation

এই গ্রুপে আমি ক্যান্সার সঙ্ক্রান্ত তথ্য শেয়ার করে থাকিঃ https://www.facebook.com/groups/cancerandketodiet

Loading comments...