"বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা" লাইভ শো ছেড়ে রেগে বেড়িয়ে গেলেন অভিষেক বচ্চন।

1 year ago

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘কেস তো বনতা হ্যায়’-এর স্টুডিওতে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিষেক বচ্চন। চলছিল লাইভ সম্প্রচার। শো'র কমেডিয়ান পরিতোষ হঠাৎই অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা শুরু করেন।

বাবা অমিতাভের নামে পরিতোষের মুখে রসিকতা শুনে রেগে যান অভিষেক। সোজা বেরিয়ে যান শোয়ের মাঝখান থেকে। অভিষেকের এমন কাণ্ডে অনেকটা স্তব্ধ যান বিচারকের আসনে বসা রীতেশ দেশমুখ ও কুশা কাপিলা।অভিষেকের একটাই কথা, ‘আমাকে নিয়ে যতখুশি রসিকতা করুন। কিন্তু বাবাকে নিয়ে নয়। মানুষকে সম্মান করতে শিখুন।’

#abishek_left_live_show
#case_tho_bantha_hai_abishek_left_show

Loading comments...