Rakheem Cornwall ।। ৭৭ বলেই ডাবল সেঞ্চুরি ক্যারিবিয়ান ব্যাটস্ ম্যানের🔥Double century by 77 balls।।

1 year ago

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা সম্পন্ন এই ক্যারিবিয়ান ব্যাটাক গত ২৭ সেপ্টেম্বর CPL টুর্নামেন্টে মাত্র ৫৪ বলে ৯১ রানের দুর্ধর্ষ একটা ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে মাত্র ৯ রানের জন্য তিনি শতরান হাতছাড়া করেন। রাখিম ইতিমধ্যে ১১টি ছক্কা এবং দুটো বাউন্ডারি হাঁকিয়েছিলেন। অর্থাৎ তিনি ৭৪ রান বাউন্ডারি থেকেই হাসিল করেছিলেন। কর্নওয়াল এই ইনিংসটি CPL-এর কোয়ালিফায়ার ওয়ান রাউন্ডে বার্বাডোজ রয়্যালসের হয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিরুদ্ধে খেলেছিলেন।

#RakheemCornwall_double_century_records
#double_century_77balls

Loading comments...