গবেষনা বিস্তারিতভাবে না পড়ে, তার উপর যুক্তি দাড় করালে এমন ভুল আপনিও করতে পারেন।

3 years ago
1

@Genesis Online University এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি উপস্থাপনায় স্বনামধন্য হরমোন বিদ্যা বিশারদ (এন্ডোক্রিনলজিস্ট) ডাঃ ইন্দ্রাজিত প্রসাদ কিটোজেনিক ডায়েট এর সমালোচনা করছিলেন। তার যুক্তির ভিত্তি হিসাবে তিনি নিচে দেওয়া এই তিনটি গবেষণা কে ব্যাবহার করেছেন। ছয় মাস ধরে কিটোজেনিক ডায়েট নিয়ে লেখাপড়া করে, এই বিষয়ে আমি যা শিখেছি, তার সাথে ওনার কথা গুলো মেলে নি। তাই আমি গবেষণা গুলোকে পড়তে গিয়ে অনুভব করলাম যে, তিনিও হয়ত গবেষণা গুলো পড়ে দেখেন নি।
মুল ভিডিওঃ https://youtu.be/8TyZ8wLXP0s

প্রথম গবেষনাঃ https://physoc.onlinelibrary.wiley.com/doi/full/10.1113/JP275173
দ্বিতীয় গবেষনাঃ https://www.researchgate.net/publication/51435191_Long-term_management_of_the_ketogenic_diet_Seizure_monitoring_nutrition_and_supplementation
তৃতীয় গবেষণাঃ https://link.springer.com/article/10.1007/s40292-015-0096-1

কিটোন হৃৎপিণ্ডের প্রদাহ কমায় এবং হার্ট ফেইলিউর থামাতে সাহাজ্য করেঃ https://www.ahajournals.org/doi/10.1161/CIRCHEARTFAILURE.119.006573

Loading comments...