বাংলাদেশী ডাক্তারদের উপর রোগীরা ভরসা করেন না কেন? কেন চিকিৎসার জন্য তারা বিদেশ যান?

2 years ago
1

সম্প্রতি @Genesis Online University ইউটিউব চ্যানেলে ডাঃ ইন্দ্রজিত প্রসাদের একটি উপস্থাপনা দেখে এই কথাটি না বলে পারলাম না। শিক্ষা/প্রশিক্ষন আমাদের চিন্তা শক্তিকে শানিত করে। আমরা ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়গুলোকে দেখতে পাই। কিন্তু আমাদের দেশের ডাক্তারদের অনেকের ক্ষেত্রেই সেটা হয় না। নামের শেষে ডিগ্রির লম্বা শিকল দেখে আমরা 'বড় ডাক্তার' মনে করি, কিন্তু অনেকেই তারা খুব ভাল ডাক্তার নন কেননা তারা খুটিনাটি নিয়ে ভাবতে শেখেন নি। ফলে, খুটিনাটিকে অগ্রাহ্য করেই তারা রোগ নির্ণয় করেন এবং মাঝে মাঝেই রোগীর উপকার হয় না (যদিও ডাক্তার তখন পয়সা ফেরত না দিয়ে বরং রোগী ঠিক মত ঔষধ খায় নি, নিয়ম মানেনি ইত্যাদি দাবী করেন বা অন্য কথায় নিজের অক্ষমতা কে রোগীর ঘাড়ে চাপিয়ে দেন)।

খুটিনাটি বোঝার এই শিক্ষা সকল মানুষেরই থাকা উচিত এবং ডাক্তারদের ক্ষেত্রে এটা থাকা বাধ্যতামুলক হাওয়া উচিত!

আপনাদের কি অভিমত?

Loading comments...