ডায়বেটিস সারাতে ভিগান ডায়েট, কবিরাজি পথ্য, ব্যায়াম, ধ্যান সব করতে হবে? কেন? শর্করা না খেলেই তো হয়!

1 year ago
6

@Quantum Method [Official] প্রকাশিত একটি ভিডিওতে ডাঃ মনিরুজ্জামান ভাই ডায়বেটিস সারাবার উপায় দেখালেন। মাছ, মাংশ, তেল, ঘি খাওয়া চলবে না, নিরামিষ খেতে হবে, সাথে অখাদ্য কবিরাজি পথ্য খেতে হবে, তার উপর ব্যায়াম করতে হবে, ধ্যান না করলেও চলবে না! খুধায় পেট চোঁ চোঁ করলেও সইতে হবে!
তার পরিবর্তে, মাছ মাংশ ঘি মাখন বেশী খেয়ে শর্করা খাওয়া কমিয়ে দিলেই তো হয়ে যায়। তাহলে এত ঝামেলা করতে যাব কেন?

Loading comments...