মহেড়া জমিদার বাড়ি || টাঙ্গাইল || Mohera Jamidar Bari || Tangail

1 year ago
6

মহেড়া জমিদার বাড়ি (Mohera Jamidar Bari) মত সুন্দর এবং যত্নে সংরক্ষিত বাংলাদেশের খুঁজে পাওয়া কঠিন।  টাঙ্গাইল সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে আট একর জায়গা জুড়ে মহেড়া জমিদার বাড়ি বিস্তৃত। মহেড়া জমিদার বাড়ি সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। এতো সুন্দর ও সযত্নে সংরক্ষিত জমিদার বাড়ি এদেশে দ্বিতীয়টি নেই বললেই চলে। সঙ্গে আছে ছোট পার্ক, চিড়িয়াখানা, বোট রাইড আর পিকনিক স্পট। ঢাকা থেকে দিনে দিনেই মহেড়া জমিদার বাড়ি থেকে ঘুরে আসা যায়।

প্রধান ফটক দুটি। এ ছাড়া এই জমিদারবাড়িতে রয়েছে বিশাল তিনটি প্রধান ভবন। সঙ্গে রয়েছে কাছারিঘর, নায়েব সাহেবের ঘর, গোমস্তাদের ঘর, দীঘি আর তিনটি লজ। বাড়ীর সামনেই আছে বিশাল এক দীঘি যার নাম বিশাখা সাগর। ভবন গুলোর পিছনে আছে পাসরা পুকুর এবং রানী পুকুর নামে দুইটি পুকুর রয়েছে।

Contract with me :-
Facebook ID : https://www.facebook.com/saimong.bd
Facebook Page : https://www.facebook.com/vaistaisreal/
Instagram ID : https://www.instagram.com/vaistaisreal/

Thanks For Watching...
___________________________________________
LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE

Loading comments...