হাসিনা কেন মহানবী (সাঃ) এর অপমানে নিন্দা জানায় নাই | Pinaki Bhattacharya | The Untold

2 years ago
22

হাসিনা কেন মহানবী সাঃ এর অপমানে নিন্দা জানায় নাই ?
সারা দুনিয়ার মুসলমান প্রধান দেশগুলো বিজেপি নেত্রী নুপুর শর্মার বক্তব্যে তীব্র নিন্দা জানালেও শেখ হাসিনা কেন নিন্দা জানালো না? অনেকে বলছেন, স্বামীর বিপদে স্ত্রী কীভাবে সমালোচনা করে? বিষয়টা এতো সহজ নয়। হাসিনার নিন্দা না জানানোতে ইন্ডিয়া খুশী মোদি খুশী৷ এটা নিশ্চিত। মুগাম্বে খুস হোয়া। কিন্তু শুধু মুগাম্বেকে খুশ করতেই কি হাসিনার নীরবতা?
আসুন আমরা একটু বিষয়টা পর্যালোচনা করে দেখি।

প্রথমে দেখবো ইন্ডিয়া থেকে প্রিন্ট পত্রিকায় জ্যোতি মালহোত্রা কী লিখেছেন?
তিনি লিখছেন, হাসিনা ভালো করেই জানে ভারতে কার দুয়ারে তার ক্ষমতার টিকি বাধা আছে। তিনি ইংরেজিতে লিখেছেন
Bangladesh has clearly understood at whose door the power lies in India.

জোত্যি আরো লিখছে, যে বাংলাদেশ থেকে মহানবীর অপমানের নিন্দা না জানানো এই বার্তাই দেয় যে বাংলাদেশ সমঝে গেছে যে মোদী দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাবান নেতা এবং সেই কারণেই অমিত শাহ যখন বাংলাদেশীদের উইপোকা বলেছিলো তখন বাংলাদেশ সেই নিদারুন অপমানকেও হজম করেছে।

এইগুলা ইন্ডিয়ার দুই পয়সার সাংবাদিক রে হাসিনা তোমারে ফুটা পয়সাও দাম দেয়না। কী ভাষায় লিখছে তোমার কথা। কেমন লাগলো? হাসিনা নাকি দেশের সন্মান বাড়াইছে বিদেশে। তো ইন্ডিয়ার দুই পয়সার সাংবাদিক কেন পাত্তা দেয়না হাসিনারে? আর এই সাংবাদিকরে কয়েকদিন আগে কক্সবাজারে প্লেজার ট্রিপ দেওয়াইছে হাসিনা পাব্লিকের টাকায়।

Loading comments...