ll তুমি আকাশ এখন যদি হতে ll মান্না দে ও নির্মলা মিশ্র ll

3 years ago
1

২০০৯ সালের জুন মাসের ২৮ তারিখের সেই সকালটার কথা মনে পড়ে গেল। মহাজাতি সদনে সেদিন মান্না দে সঙ্গীত একাডেমি আয়োজন করেছিল মান্না দের একক সঙ্গীতানুষ্ঠানের। দর্শক হিসেবে এসেছিলেন নির্মলা মিশ্র। হঠাৎ কার মাথায় যে মতলবটা এলো কে জানে, মান্না দে-নির্মলা মিশ্রকে রাজি করিয়ে ফেলা গেল - আর কোনো রিহার্সাল ছাড়াই ওনারা গেয়ে শোনালেন 'আশিতে আসিও না' ছবির সেই গান, 'তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মত পাখা মেলতাম'। ওনারা দুজনেই আজ সঙ্গীত জগতের আকাশে অমর বলাকার মত পাখা মেলেছেন।

Loading comments...