Premium Only Content
ll ছোট্ট শ্রীকৃষ্ণ কীভাবে মুসলমান ইব্রাহিমকে রস খাঁ তে রূপান্তরিত করলেন তার কাহিনী জানেন কি? ll
ত্বমক্ষরং পরমং বেদিতব্যং
ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম ।
ত্বমব্যয়ঃ শাশ্বত ধর্মগোপ্তা
সনাতনস্ত্বং পুরুষো মতো মে ।।
তুমি অক্ষর পরব্রহ্ম, তুমিই একমাত্র জ্ঞাতব্য তত্ত্ব, তুমিই এই বিশ্বের পরম আশ্রয়, তুমিই সনাতন ধর্মের প্রতিপালক, তুমিই অব্যয় সনাতন পুরুষ, ইহাতে আমার সংশয় নাই🌺🌺🌺
সৈয়দ ইব্রাহিম খাঁ ছিলেন জন্মসূত্রে আফগান। ষোড়শ শতকের মুঘল শাসনকালে তাঁর জন্ম।
শোনা যায়, একবার কাবুলের একটি পানের দোকানে সৈয়দ ইব্রাহিম খাঁ প্রথমবার শ্রীকৃষ্ণের ছবি দেখেন— একটি তৈলচিত্র। ঘন জঙ্গলের মধ্যে বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন ত্রিভঙ্গমুরারী। রস খাঁ বিমোহিত। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন ছবির দিকে।
পরক্ষণেই তিনি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন। কে এই বালক? জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে খালি পায়ে?
ইব্রাহিমের মনে হয় এই বালককে এক জোড়া জুতো উপহার দেওয়া উচিত। পরদিন একজোড়া জুতো নিয়ে তিনি উপস্থিত সেই পান দোকানে। জিজ্ঞাসাবাদ করেন, ছবির বালকটিকে তিনি কোথায় পাবেন? দোকানি বেশ অবাক হয়। নেহাতই হতবুদ্ধিসম্পন্ন মানুষ বলে ঠাওর করে তাকে। পান দোকানি রসিকতা করে বলে, এই বালক তো এখানে থাকে না, ব্রজভূমে গেলে হয়তো পেয়ে যাবেন।
ইব্রাহিম বেরিয়ে পড়েন ব্রজধামের উদ্দেশ্যে। শহর-গ্রাম-নদী-জঙ্গল পেরিয়ে দিন-রাত হাঁটতে থাকেন। ব্রজবালককে খুঁজে বার করবেনই। মাঝেমধ্যেই পথচারীদের ডেকে জিজ্ঞাসা করেন, শ্যাম নামের কোনও বালককে তারা চেনে কি না! পরনে বাসন্তী রঙের ধুতি, মাথায় ময়ূরের পালক। সে খালি পায়ে, মাঠে-জঙ্গলে বাঁশি বাজিয়ে ফেরে। কেউ কি দেখেছে সেই বালককে? এই প্রশ্ন শুনে কেউ উত্তর না দিয়ে চলে যায়, কেউ বা তাকে ভুল রাস্তা বলে। সবাই ভাবে পাগল বুঝি। তবু আশা ছাড়েন না ইব্রাহিম। গাছের ছায়ায় ঘুমিয়ে, উদ্বৃত্ত-উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন কাটে।
ভক্তের কষ্ট দেখে আর থাকতে পারেন না শ্রীকৃষ্ণ। রাখাল বালকের বেশে দেখা দেন আর বলেন, তুমি যাকে খুঁজছ, তাকে পাবে বৃন্দাবনে।
ভারি খুশি হয়ে, জুতোখানি হাতে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে পৌঁছে যান ইব্রাহিম। কিন্তু মন্দিরের পূজারীরা একজন ইসলাম ধর্মাবলম্বীকে কিছুতেই ঢুকতে দেন না মন্দিরে। অগত্যা মন্দিরের বাইরেই বসে থাকেন তিনি। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু সেই বালকের অপেক্ষা। একদিন সকালে ঘুম ভেঙে শুনতে পান ঘুঙুরের শব্দ, সঙ্গে এক ছোট ছেলের হাসির আওয়াজ। কিন্তু আশেপাশে তো তেমন কেউ নেই। অবশেষে পিছনে তাকিয়ে দেখেন, হাসিমুখে দাঁড়িয়ে বংশীবিহারী।
ছুটে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন ইব্রাহিম। তাঁর সারা শরীর জুড়িয়ে যায়। তার পরেই মনে পড়ে সেই ছবিতে দেখা পদ্মের মতো পা দুখানির কথা। তাকিয়ে দেখেন বালকের পা ভেসে যাচ্ছে রক্তে। ইব্রাহিমের সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়, অপরিসীম কষ্টে ভরে যায় তার মন। দেখেন নরম পা দুখানিতে কাঁটা বিঁধে রক্ত ঝরছে। পরম যত্নে সেই কাঁটা তুলে, পরনের কাপড় দিয়ে রক্ত মুছে দেন ইব্রাহিম। তার পর পরিয়ে দেন সেই জুতোজোড়া।
বংশীধারীকে জিজ্ঞাসা করেন, কেন তার পায়ে জুতো নেই। বালকরূপী শ্রীকৃষ্ণ বলেন, ‘তুমি যে আমাকে আদুর পায়ে কল্পনা করেছিলে, তাই আমি সেভাবেই ছুটে এসেছি গোকুল থেকে। তুমি আমাকে যে রূপে দেখবে, আমি সেই রূপেই দেখা দেব।‘ একথা শুনে ইব্রাহিমের সমগ্র সত্তা ভরে যায় এক অনির্বচনীয় আনন্দে।
ইব্রাহিম বলেন, ‘হে প্রভু, তুমিই সেই পরমেশ্বর যার মধ্যে বিলীন হয়ে আছে এই পৃথিবীর সমস্ত ধর্ম। তুমিই আমার ইষ্টদেবতা।‘
ইব্রাহিম খানের শ্রীকৃষ্ণ প্রেম সঞ্চারিত হয়েছিল তাঁর কাব্যে। এই ভক্তিরস থেকেই সৃষ্টি করেন অসামান্য সব কবিতা। তাই পরবর্তীকালে রস খাঁ নামেই তিনি পরিচিত হন জনমানসে।
সৈয়দ ইব্রাহিম খান (1548-1628) ছিলেন একজন ভারতীয় সুফি মুসলিম কবি যিনি হিন্দু দেবতা কৃষ্ণের ভক্ত হয়েছিলেন। তিনি হয় পিহানি বা অন্য মতে আমরোহায় জন্মগ্রহণ করেছিলেন, যেটি আধুনিক দিনের উত্তর প্রদেশে অবস্থিত। তার আসল নাম ছিল সাইয়্যাদ ইব্রাহিম এবং হিন্দিতে রাসখান ছিল তার কলম নাম। তার প্রারম্ভিক বছরগুলিতে, তিনি কৃষ্ণের অনুসারী হয়েছিলেন, বিঠলনাথের কাছ থেকে ভক্তি মার্গ শিখেছিলেন এবং বৃন্দাবনে বসবাস শুরু করেছিলেন, যেখানে তিনি তার বাকি জীবন কাটিয়েছিলেন। তিনি কৃষ্ণকে সর্বোচ্চ দেবতা (স্বয়ম ভগবান) হিসাবে গ্রহণ করেছিলেন এবং বৈষ্ণব হয়েছিলেন। তিনি 1628 খ্রিস্টাব্দে মারা যান। মথুরার প্রায় ছয় মাইল পূর্বে মহাবনে তাঁর সমাধি আছে।
#মোক্ষ #অজানা_তথ্য #রস_খাঁ
https://flipkart.app.link/2CevsMc9Fsb
-
2:44:07
BlackDiamondGunsandGear
10 hours agoAFTER HOURS ARMORY / Whiskey & Windage
18.1K2 -
23:56
marcushouse
19 hours ago $17.83 earnedStarship Began the Demolition!? 🔥
32.7K6 -
17:59
JohnXSantos
1 day ago $4.41 earnedI Gave AI 14 Days to Build NEW $5K/MONTH Clothing Brand
20.9K3 -
2:44:07
DLDAfterDark
8 hours ago $10.98 earnedGun Talk - Whiskey & Windage - The "Long Range" Jouney - After Hours Armory
22.2K1 -
9:37
Film Threat
11 hours agoSHELBY OAKS REVIEW | Film Threat
14.1K6 -
35:40
The Mel K Show
6 hours agoMel K & Dr. Mary Talley Bowden MD | Heroes of the Plandemic: Doing What is Right No Matter the Cost | 10-25-25
39.1K13 -
3:06:20
FreshandFit
10 hours agoNetworking At Complex Con With DJ Akademiks
208K23 -
7:02:27
SpartakusLIVE
8 hours agoThe King of Content and the Queen of Banter || Duos w/ Sophie
40.3K2 -
1:47:12
Akademiks
8 hours agoLive on complexcon
40.2K4 -
3:07:36
Barry Cunningham
10 hours agoCAN PRESIDENT TRUMP STOP THE STORMS? ON AIR FORCE ONE | SNAP BENEFITS | MAMDANI | SHUTDOWN DAY 25
42.2K65