ll vlog#4 / আমার মেয়ে মধ্যমগ্রাম কালীবাড়িতে কেমন মজা করল দেখ তোমরা / জয় মা ll

2 years ago

#lifestyle #pinky #vlog #travelvlog #মধ্যমগ্রাম_কালীবাড়ি

আজ বিকালে আমরা সপরিবারে বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম রওনা দেই এক বিশেষ কাজ উপলক্ষে। কাজ হয়ে যাওয়ার পর কী করব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এল মধ্যমগ্রাম কালীবাড়ির কথা।অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা হওয়ায় ভাবলাম মেয়ে একটু মজা করতে পারবে। চল তোমরাও দেখে নাও আমার মেয়ে কেমন মজা করল আর আমি সন্ধ্যাটা কেমন কাটালাম।

মন্দিরের ইতিহাস... এই মন্দির 1951 সালের 9ই জুন উদ্বোধন হয়। মূলত বাংলদেশ থেকে জোর করে যেসমস্ত হিন্দু উদ্বাস্তুদের এদেশে পাঠানো হয়েছিল, তার মধ্যে যারা মধ্যমগ্রাম অঞ্চলে ঠাঁই নেয়, তাদের উদ্যোগে গড়ে ওঠে এই মন্দির। প্রথমে শিব কালি মন্দির থাকলেও এখন মন্দির কমপ্লেক্সে অনেক নতুন মন্দির গড়ে উঠেছে। যেমন, রাধাকৃষ্ণ মন্দির,রামকৃষ্ণ মদির, ভগিনী নিবেদিতার মর্মর মূর্তি, শনি মন্দির। সর্বশেষ সংযোজন গনেশ মন্দির।

Loading comments...