ll VLOG#5 / সদর দরজায় এই জিনিসগুলো লাগালে আপনার জীবনে উন্নতি হবেই / সাবধান ভুলভাবে লাগাবেন না ll

2 years ago

#lifestyle #pinky #vlog #বাস্তু

বন্ধুরা, আমার ব্লগ চ্যানেল 'pinky's own' এ তোমাদের সবাইকে আবার ওয়ার্ম ওয়েলকাম। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের ভিডিওর টপিকও বাস্তু রিলেটেড। বাস্তু নিয়ে আমার বানানো আগের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি না দেখে থাকো তবে ওপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিও।
ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ জীবনের উন্নতির ক্ষেত্রে।
যাই হোক, আজকের ভিডিওর টপিক হল সেই একই... জীবনের উন্নতির পথ খুঁজে তোমাদের কিছু পথ বাতলানো। আমার এই বাস্তু রিলেটেড টিপসগুলো ফলো করলে আশা করি জীবনে উন্নতি হবেই। চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিকে চলে আসা যাক।

বাস্তুমতে, সদর দরজার উপরে যদি এই পাঁচটি জিনিস রাখা যায়,তাহলে তোমার জীবন একেবারে পাল্টে যাবে, এই পাঁচটি জিনিসকে কিন্তু মনোযোগ সহকারে লাগাতে হবে। কথায় আছে, সদর দরজার ওপরে যদি কোন খারাপ জিনিস রাখ, তাহলে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক না যে কোনভাবেই দুর্বিষহ জীবনযাপন এর মধ্যে দিয়ে যাবে, তাই দেরি না করে দেখে ফেলো সেই পাঁচটি জিনিস যা তোমাকে সদর দরজার উপরে রাখতে হবে।

১) গণেশের মূর্তি :– সদর দরজার ওপরে একটি গণেশের মূর্তি লাগিয়ে দাও। দেখবে তোমার জীবনে পজিটিভ এনার্জি কতটা বেড়ে গেছে, গণেশের মূর্তি যদি রাখতে পার তাহলে ঘর থেকে নেগেটিভ এনার্জি একেবারে দূরে চলে যাবে।

২) বাস্তুমতে, সদর দরজার উপরে যদি একটি স্বস্তিক চিহ্ন এঁকে দাও, তাহলে গৃহ থেকে কুদৃষ্টি সমানে চলে যাবে। কারোর যদি কুপ্রভাব বা কুদৃষ্টি ঘরের উপর পড়ে থাকে, আর যার ফলে তোমার জীবন একেবারে দুর্বিষহ হয়ে ওঠে, তাহলে কিন্তু অবশ্যই এই সদর দরজার ওপরে স্বস্তিক চিহ্ন এঁকে দিও।

৩) বাস্তুমতে, সদর দরজার উপরে লেবু, লঙ্কা ঝুলিয়ে দাও। লেবু, লঙ্কা বাস্তুমতে, তোমার গৃহে কোনভাবেই নেগেটিভ শক্তিকে পৌঁছাতে দেবে না। পজিটিভ শক্তি নিয়ে আসবে ঘরের ভেতরে বা নজর দোষ কাটাতে সাহায্য করে এই লেবু লঙ্কা।

৪) বাস্তুমতে, সদর দরজার উপরে লাল রংয়ের সিঁদুর দিয়ে এঁকে দিয়ে ,‘শুভ লাভ’ কথাটি যদি লিখে দাও, তাহলে দেখবে তোমার জীবনের ছোট ছোট সমস্যাকে সহজেই কাটিয়ে উঠতে পেরেছ।

৫) বাস্তুমতে, সদর দরজার উপরে, সদর দরজার উপরে 'ওম' শব্দটি লিখে দাও। দেখবে জীবনের সব দুঃখ কষ্ট চলে গেছে।

বন্ধুরা, তবে এই পাঁচটি কাজ করলেই কিন্তু দেখবে জীবনের অনেক দুঃখ কষ্টের নিরাময় হয়ে গেছে।

তালে বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর কিছু জিজ্ঞাস্য থাকলে তাও জানাতে পারো, চেষ্টা করব উত্তর দেবার। আর ভালো লাগলে , একটা লাইক তো বনতা হ্যায় ইয়ার! চটপট শেয়ার কর বন্ধুদের সঙ্গে! তুমি একা বড়লোক হলেই হবে নাকি! ওদেরও চান্স দাও বস! আর, হ্যাঁ তুমি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তবে সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের পরিবারের সবার বন্ধু হয়ে যাও। বেল আইকনটা টিপতে ভুলো না। নাহলে কিন্তু তুমি পিছিয়ে পরে যাবে। আমার ভিডিও তোমার কাছে পৌঁছাবে না সঠিকভাবে।

তো, আজকের মত বিদায়। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষন ভালো থেকো, সুস্থ থাকো আর মনের আনন্দে এগিয়ে চলো জীবনের যাত্রাপথে! টাটা!!

Loading comments...