ঐতিহাসিক তাহাখানা । চাঁপাইনবাবগঞ্জ । মুঘল শাহ্ নেয়ামতউল্লাহ (রহঃ) ও তাঁর মাজারের জিন্দা পাথর

2 years ago
1

A Holiday Tour
আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও প্রন্ততান্ত্রিক নিদর্শন এর জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে গিয়ে ভিডিও ধারণের ধারাবাহিকতাই
More read- https://aholidaytours.com/choto-shona-mosque-and-mughal-toha-khana/
AHolidayTour পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি,
এবারের পর্বটি সরাসরি রাজশাহী থেকে এসে উপস্থিত হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের তাহখানায়, ছােট সােনা মসজিদ থেকে প্রায় ৫০০ মি. উত্তর-পশ্চিমে জাহেদুল বালা নামের দীঘির পশ্চিম পাড়ে তাহখানার অবস্থান। দ্বিতল বিশিষ্ট এইমারতটির পরিমাপ ৩৫.৩৫মি. ×১১. ৫৮মি.। উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব কোণায় দু'টি অষ্টকোণাকৃতির কক্ষসহ উপরতলায় মােট ১৭টি কক্ষ আছে। উত্তরপাশের কক্ষটি নামাজকক্ষ এবং অন্যান্য কক্ষ গুলাে দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন ফোরকর্ম, বিশ্রাম, আপ্যায়ন, ভােজনালয়, গােসল ইত্যাদি কাজে ব্যবহৃত হতাে।দক্ষিণ পাশে গম্বুজ আকৃতির হাম্মামখানা অবস্থিত। দক্ষিণ-পূর্ব কোণায় অবস্থিত ১টি সিড়ি পুকুর পর্যন্ত ধাবমান রয়েছে। হাম্মামখানা ও প্রসাধনাগারে মাটির পাইপের সাহায্যে গরম ও ঠান্ডা পানি সরবরাহের ব্যবস্থা ছিল। চুন-সুরকির সাহায্যে ছােট আকৃতির ইট দ্বারা নির্মিত এইমারতের ভিতরের দেয়ালগাত্রে কুলঙ্গিসহ অন্যান্য নকশা রয়েছে।

ইমারতটির ব্যবহার সম্পর্কে দু'টি মত প্রচলিত আছে।
প্রথমত,শাহ সুজা " অবকাশ যাপন, এলাকা পরিদর্শন এবং তার আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামত উল্লাহ (রঃ) এর সাথে সাক্ষাতের জন্য এসে এখানে অবস্থান ও রাত্রি যাপন করতেন।

দ্বিতীয়ত, আধ্যাত্মিক গুরু শাহ নিয়ামত উল্লাহ (র:) এর বসবাসের নিমিত্তে শাহ সুজা ১৬৫৫খ্রি: সালে এটি নির্মাণ করেন। এ ইমারতের উত্তর-পশ্চিমে মোগল আমলের একটি মসজিদ এবং উত্তরে শাহ নিয়ামত উল্লাহ (র:) এর মাজার অবস্থিত। বর্তমানে এ ইমারতগুলাে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি।

দেশ-বিদেশের সব ধরনের ভ্রমন সংক্রান্ত তথ্য সবার আগে পেতে,
সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ‘AholidayTour’-
➤ || https://aholidaytours.com
➤ || P L E A S E|| ➤ https://tinyurl.com/aholidaytour
✅ Like |✅ Comment |✅ Share | ✅ Subscribe

Loading comments...