আল্লাহ তা’আলা বালেন যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামতকে আরো বাড়িয়ে দিব

2 years ago
21

আল্লাহ তা’আলা বালেন যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামতকে আরো বাড়িয়ে দিবো। ...........সূরা ইব্রাহিম -0৭

আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপনে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। সুতরাং এ কথা স্মরণযোগ্য যে, বান্দা যদি আল্লাহর নিয়ামাতের শুকরিয়া আদায় করে এবং তাঁর অবাধ্য কাজ থেকে বিরত থাকে তবে আল্লাহ তাআলা বান্দার প্রতি নিয়ামাত আরো বাড়িয়ে দেয়ার অঙ্গীকার করেছেন।
আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। বান্দা আল্লাহর কাছে আবেদন ছাড়াই মহামূল্যবান জীবন, প্রখর মেধা ও তীক্ষ্ণ জ্ঞান-বুদ্ধি, নাক, কান, চোখ, মুখ, জিহ্বা, হাত-পাসহ অসংখ্য নিয়ামাত লাভ করেছে।

এ সুন্দর পৃথিবীতে বসবাসের উপযুক্ত পরিবেশ, আলো, বাতাস, পানি ও প্রয়োজনীয় অসংখ্য নিয়ামাত লাভ করেছে। যার জন্য আল্লাহ তাআলা মানুষের কাছে কোনো কিছুই চায় না। শুধুমাত্র তাঁর শুকরিয়া আদায় ছাড়া। সুতরাং আল্লাহর এ অগণিত অসংখ্য নিয়ামাতের সুবিধা ভোগের বিপরীতে শুধুমাত্র তার শুকরিয়া আদায় বা কৃতজ্ঞতা জ্ঞাপনই যথেষ্ট। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপনে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন।

এ জন্য আল্লাহ তাআলা মানুষকে তাঁর অসংখ্য নিয়ামাতের শুকরিয়া আদায়ের কথা কুরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। যার কিছু তুলে ধরা হলো-

যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর, তবে তোমাদেরকে আরও দেব এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। (সুরা ইবরাহিম : আয়াত ৭)

আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয়, সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়। আর যে অকৃতজ্ঞ হয়, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। (সুরা লোকমান : আয়াত ১২)

সূরা (আরবি: سورة‎‎) হচ্ছে ইসলামী পরিভাষায় মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআনের এক একটি অধ্যায়ের নাম। তবে এটি সাধারণ পুস্তকের অধ্যায়ের মত নয় বরং বিশেষভাবে কেবল কুরআনের বৈশিষ্ট্যের জন্যই এর উৎপত্তি। তাই এটি প্রকৃত অর্থেই কুরআনের একটি পরিভাষা, যাকে কেবল কুরআনের দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করা যায়। কুরআনের প্রথম সূরা হলো "আল ফাতিহা" এবং শেষ সূরার নাম "আন-নাস্"। দীর্ঘতম সূরা হলো "আল বাকারা" এবং ক্ষুদ্রতম সুরা সুরা আল কাউসার । একটি সূরা বা এর অংশবিশেষ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা কারণকে বলা হয় শানে নুযূল। শানে নুযূল বলতে বুঝায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের কোন একটি সূরা বা এর অংশবিশেষ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা ইতিহাসকে।

সূরা : কোরআনের সব সূরার নাম ও অর্থ

কোরআন মাজিদে সর্বমোট ১১৪টি সূরা রয়েছে। নিচে সকল সূরার নাম ও অর্থ দেওয়া হয়েছে।

কোরআনে অবস্থান বাংলা উচ্চারণ নাম (আরবি) বাংলায় নামের অর্থ আয়াত সংখ্যা অবতীর্ণের
১ আল ফাতিহা الفاتحة
২ আল বাকারা البقرة
৩ আল ইমরান آل عمران
৪ আন নিসা النّساء
৫ আল মায়িদাহ المآئدة
৬ আল আনআম الانعام
৭ আল আরাফ الأعراف
৮ আল আনফাল الأنفال
৯ আত-তাওবাহ্‌ التوبة
১০ ইউনুস يونس
১১ হুদ هود
১২ ইউসুফ يوسف
১৩ আর-রাদ الرّعد
১৪ ইব্রাহীম إبراهيم
১৫ সূরা আল হিজর الحجر
১৬ আন নাহল النّحل
১৭ বনী-ইসরাঈল الإسرا
১৮ আল কাহফ الكهف
১৯ মারইয়াম مريم
২০ ত্বোয়া-হা طه
২১ আল আম্বিয়া الأنبياء
২২ আল হাজ্জ্ব الحجّ
২৩ আল মু'মিনূন المؤمنون
২৪ আন নূর النّور
২৫ আল ফুরকান الفرقان
২৬ আশ শুআরা الشّعراء
২৭ আন নম্‌ল النّمل
২৮ আল কাসাস القصص
২৯ আল আনকাবূত العنكبوت
৩০ আর রুম الرّوم
৩১ লোক্‌মান لقمان
৩২ আস সেজদাহ্ السّجدة
৩৩ আল আহ্‌যাব الْأحزاب
৩৪ সাবা سبا
৩৫ ফাতির فاطر
৩৬ ইয়াসীন يس
৩৭ আস ছাফ্‌ফাত الصّافات
৩৮ ছোয়াদ ص
৩৯ আয্‌-যুমার الزّمر
৪০ আল মু'মিন غافر
৪১ হা-মীম সেজদাহ্‌ فصّلت
৪২ আশ্‌-শূরা الشّورى
৪৩ আয্‌-যুখরুফ الزّخرف
৪৪ আদ-দোখান الدّخان
৪৫ আল জাসিয়াহ الجاثية
৪৬ আল আহ্‌ক্বাফ الأحقاف
৪৭ মুহাম্মদ محمّد
৪৮ আল ফাত্‌হ الفتح
৪৯ আল হুজুরাত الحجرات
৫০ ক্বাফ ق
৫১ আয-যারিয়াত الذّاريات
৫২ আত্ব তূর الطّور
৫৩ আন-নাজম النّجْم
৫৪ আল ক্বামার القمر
৫৫ আর রাহমান الرّحْمن
৫৬ আল-ওয়াকিয়াহ الواقعة
৫৭ আল-হাদীদ الحديد
৫৮ আল-মুজাদালাহ المجادلة
৫৯ আল-হাশর الحشْر
৬০ আল-মুমতাহিনাহ الممتحنة
৬১ আস-সাফ الصّفّ
৬২ আল-জুমুআ الجمعة
৬৩ আল-মুনাফিকুন المنافقون
৬৪ আত-তাগাবুন التّغابن
৬৫ আত-তালাক الطّلاق
৬৬ আত-তাহরীম التّحريم
৬৭ আল-মুলক الملك
৬৮ আল-কলম القلم
৬৯ আল-হাক্কাহ الحآقّة
৭০ আল-মাআরিজ المعارج
৭১ নূহ نوح
৭২ আল জ্বিন الجنّ
৭৩ আল মুজাম্মিল المزّمّل
৭৪ আল মুদ্দাস্সির المدّشّر
৭৫ আল-ক্বিয়ামাহ القيامة
৭৬ আদ-দাহর الدَّهْرِ
৭৭ আল-মুরসালাত المرسلت
৭৮ আন নাবা النّبا
৭৯ আন নাযিয়াত النّزعت
৮০ আবাসা عبس
৮১ আত-তাকভীর التّكوير
৮২ আল-ইনফিতার الانفطار
৮৩ আত মুত্বাফ্‌ফিফীন المطفّفين
৮৪ আল ইন‌শিকাক الانشقاق
৮৫ আল-বুরুজ البروج
৮৬ আত-তারিক্ব الطّارق
৮৭ আল আ'লা الأعلى
৮৮ আল গাশিয়াহ্‌ الغاشية
৮৯ আল ফাজ্‌র الفجر
৯০ আল বালাদ البلد
৯১ আশ-শাম্‌স الشّمس
৯২ আল লাইল الليل
৯৩ আদ-দুহা الضحى
৯৪ আল ইনশিরাহ الشرح
৯৫ ত্বীন التين ডুমুর ৮
৯৬ আলাক্ব العلق
৯৭ ক্বদর القدر
৯৮ বাইয়্যিনাহ البينة
৯৯ যিলযাল الزلزلة
১০০ আল-আদিয়াত العاديات
১০১ ক্বারিয়াহ القارعة
১০২ তাকাসুর التكاثر
১০৩ আছর العصر
১০৪ হুমাযাহ الهمزة
১০৫ ফীল الفيل
১০৬ কুরাইশ قريش
১০৭ মাউন الماعون
১০৮ কাওসার الكوثر
১০৯ কাফিরুন الكافرون
১১০ নাসর النصر
১১১ লাহাব المسد
১১২ আল-ইখলাস الإخلاص
১১৩ আল-ফালাক الفلق
১১৪ আন-নাস الناس

Loading comments...