৮০ জন যাত্রীসহ গড়াই নদীতে ডুবে গেলো নৌকা (ভিডিও)

2 years ago
1

কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছে ১ শিশু। বিকালে ৬ টার দিকে খেয়া পারাপারের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকা বাইচ দেখতে ৮০ জন যাত্রী নিয়ে নৌকাটি কুমারখালীর উপজেলার কয়া প্রান্ত থেকে শহরের ঘোড়াই ঘাটে যাচ্ছিল। ঘাটের কাছাকাছি পৌঁছালে অতিরিক্ত যাত্রীর ভারে ডুবে যায় নৌকাটি। এসময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতার কেটে পাড়ে উঠলেও এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। এদিকে, উদ্ধার হওয়া আরেক শিশু অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।
#Kushtia_Boat_Sink

Loading comments...