Dream Holiday Park, Narsingdi || ড্রিম হলিডে পার্ক, নরসিংদী || Travel Guide ||

1 year ago

Cable car experience of Dream Holiday park.
Cost : 100 BDT

Subscribe to rosnifreelancer
Dream Holiday Park । Dream Holiday Park Narsingdi । Dream Holiday Park Vromon Guide । Mr Luxsu

#dreamholidaypark #dreamholiday #mrluxsu

You are most welcome to visit a dream land like Dream Holiday Park. It will be a great pleasure for us while you and your family spend your valuable time in this park for study tour, picnic, family get-together or memorable event.

Due to a small country in the sense of area the facilities of recreation is very limited among the city dwellers.To relieve from a monotonous city-life we would like to offer them a natural environment with adventurous amusement.

কীভাবে আসবেনঃ
ঢাকার মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানি হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয় লাক্সারি বাসে ড্রিম হলিডে পার্কের প্রধান ফটকের সামনে নামতে ৯০ থেকে ১০০ টাকা ভাড়া লাগে।

ট্রেনে যাবার উপায় :
কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশান হতে আন্তঃনগর এগারসিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যেকোনো লোকাল ট্রেনে করেও নরসিংদী আসা যায়। নরসিংদী রেলস্টেশন থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ড্রিম হলিডে পার্কে যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে পার্কে চলে যেতে পারেন।

প্রবেশ টিকেটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জনপ্রতি ৩২০ টাকা ও শিশুদের জন্যে ২২০ টাকা, সাথে থাকবে সাফারি পার্ক এর প্রবেশ অধিকার।
এছাড়া বিশ রকমের রাইড নিয়ে আছে কাপল ও ফ্যামিলি প্যাকেজ। ভ্যাট সহ কাপল প্যাকেজের মূল্য ২,৫০০ টাকা এবং ৪ জনের জন্যে ফ্যামিলি প্যাকেজ মূল্য ৪,৫০০ টাকা।

Loading comments...