প্রতিভায় ভরা চর্চার ক্ষুদে শিল্পীরা। লালন সন্ধ্যা। চর্চা সাংস্কৃতিক একাডেমী এগিয়ে তৌফিক হাসা

3 years ago
2

প্রতিভায় ভরা চর্চার ক্ষুদে শিল্পীরা। লালন সন্ধ্যা। চর্চা সাংস্কৃতিক একাডেমী এগিয়ে তৌফিক হাসান ময়না

বগুড়ায় চর্চা সাংস্কৃতিক একাডেমীর এক লালন সন্ধ্যা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব তৌফিক হাসান ময়না। বগুড়ার ৭ মাথায় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় উক্ত লালন সন্ধ্যা । এই অনুষ্ঠানে লালন ফকিরের বেশ কিছু গান পরিবেশন করে চর্চা সাংস্কৃতিক একাডেমীর ক্ষুদে শিক্ষার্থীরা।

চর্চা সাংস্কৃতিক একাডেমীর কর্ণধার ও প্রশিক্ষক আব্দুল আউয়াল স্যার তৈরি করছে নতুন নতুন শিল্পী।

Loading comments...