l l গল্প পাঠ l l নিমগাছ l l বনফুল l l তাপস ভট্টাচার্য্য l l Neem gach ll Balaichand Mukhopadhyay ll

4 years ago
1

#অনুগল্প #নিমগাছ #বলাইচাঁদ_মুখোপাধ্যায় #পাঠে_তাপস_কুমার_ভট্টাচার্য্য
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অমর সৃষ্টি অনুগল্প 'নিমগাছ' এর পাঠ শুনুন। না শুনলে মিস করবেন।
গল্পটি সংক্ষেপে নীচে রইল।

কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে।
পাতাগুলো ছিড়ে শিলে পিষছে কেউ।
কেউবা ভাজছে গরম তেলে।
খোস দাদ হাজা চুলকানিতে লাগাবে।
চর্মরোগের অব্যর্থ মহৌষধ।
কচি পাতাগুলো খায়ও অনেকে।
এমনি কাঁচাই... কিংবা ভেজে বেগুন-সহযোগে।
যকৃতের পক্ষে ভারী উপকার।
কচি ডালগুলো ভেঙ্গে চিবায় কত লোক...দাঁত ভালো থাকে।
কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ।
বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হ'ন।
বলেন - ‘নিমের হাওয়া ভালো, থাক, কেটো না’।
কাটে না, কিন্তু যত্নও করে না।
আবর্জনা জমে আসে চারদিকে।
শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ - সে আর এক আবর্জনা।

হঠাৎ একদিন এক নূতন ধরনের লোক এলো।

মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো নিমগাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু।

বলে উঠলো - ‘বাহ, কি সুন্দর পাতাগুলো ... কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার... এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ!’

খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল।
কবিরাজ নয়, কবি।
নিমগাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না। মাটির ভিতর শিকড় অনেকদূর চলে গেছে। বাড়ির পিছনের আবর্জনাস্তূপের মধ্যে দাঁড়িয়ে রইলো সে।

ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষী বউটির ঠিক এক দশা।”
https://youtu.be/ASKJrMthhY0

Loading comments...