Premium Only Content
ll পৃথিবী যদি মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় তাহলে কী হবে জানেন কি? আদৌ হতে পারে কি? ll
পৃথিবী মাত্র ১ সেকেন্ড যদি না ঘোরে তাহলে কি হবে জানলে পায়ের তলার মাটি সরে যাবে
পৃথিবী ১ সেকেন্ড থেমে গেলে কী হবে তা চিন্তা করার সময় পাবেন কি? এ সময়টা কেমন হবে অনেকেরই চিন্তা। হাজারটা চিন্তা মানুষের থাকলেও এ সময়টা কি হতে পারে? এত কিছু চিন্তা-ভাবনার মধ্যে ভেবে দেখেছেন কি- কখনো যদি পৃথিবীটা ১ সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় তবে কী হবে?
ভেবে কোনো কূলকিনার পাবেন না। তার কারণ ভাবার সময়টাই পাবেন না। পৃথিবী থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাওয়ায় ভাসতে থাকবে মানুষ, জীবজন্তু থেকে শুরু করে সব প্রাণী।
হাড় গোড়, মাংস সব দলা পাকিয়ে মানুষ অনেকটা ভাঙা পুতুলের মতো হয়ে যাবে। দুই মেরু এই অনুভূতি কয়েক সেকেন্ড পরে টের পেলেও শেষ পর্যন্ত একই অবস্থা হবে। প্লেনের ভেতরে থাকা মানুষরা প্রথমটাই ব্যাপারটা বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর আকাশে সৃষ্টি হবে ভয়ঙ্কর এক ঝড়। এরপরই সবশেষ। এতো গেল আকাশের কথা। কিন্তু ভূ-পৃষ্ঠে তখন কী হবে? বাতাসের গতিবেগ প্রচণ্ড বেড়ে যাওয়ার ফলে গোটা পৃথিবীজুড়ে আগুন জ্বলবে। ঠিক যেন আগুনের গোলা। থেমে থাকবে না জলও।
পৃথিবীর সমস্ত জলভাগ জুড়ে চলবে বিশাল এক সুনামি। সব জল গিয়ে জমা হবে দুই মেরুতে। বাকি পৃথিবী জলশূন্য হয়ে পড়বে। এসব ছাড়াও ঘটবে এক অদ্ভুত ঘটনা।
পৃথিবী থেমে যাওয়ার ফলে যেদিক সূর্যের সামনে পড়বে সেদিকের সব জ্বলে ছাড়খার হয়ে যাবে, কিন্তু অপর পিঠে সূর্য না থাকায় শুরু হবে ‘আইস এজ’।
সব মিলিয়ে, ওই এক সেকেন্ডই পৃথিবীকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এরপর পৃথিবী আবার আগের মতো ঘুরতে শুরু করলেও পৃথিবীতে কিছুই আর আগের মতো থাকবে না। আর হয়তো কখনো প্রাণের সঞ্চারও সম্ভব হবে না।
পৃথিবী তার নিজ অক্ষে ঘণ্টায় ১৪৭০.২৩ কিমি বেগে ঘুরতে থাকে। যদি পৃথিবী হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয়, তবুও আমাদের পরিবেশের সবকিছু কিন্তু আগের মত একই বেগে থাকবে।
আবার অনেক ঘটনার কোনো ব্যাখ্যাই এখনও পর্যন্ত মেলেনি। পৃথিবীটা যদি শুধু মাত্র ২০ সেকেন্ডের জন্য তার নিজ অক্ষে ঘোরা বন্ধ করে দেয় তবে কী ঘটবে জানেন? যদিও এমন ঘটনা ঘটার সম্ভাবনা আগামী কয়েক বিলিয়ন বছরেও নেই।
আসলে পৃথিবী খালি জায়গায় ঘুরছে এবং এর সঙ্গে কোন ঘর্ষণ শক্তি নেই। কিন্তু তারপরও একটা জিনিস অবশ্যই তাকে কমিয়ে দিচ্ছে, সেটি হল চাঁদ। মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর দিকে চাঁদের অংশ এবং চাঁদের দিকে পৃথিবীর অংশ সঠিকভাবে ভারসাম্যপূর্ণ নয়, ফলস্বরূপ, পৃথিবীতে জোয়ার ভাটার প্রভাব রয়েছে, যার কারণে উভয় দিকে মহাসাগর দেখা যাচ্ছে। পৃথিবীর ভারসাম্য বজায় থাকছে।
ধরা যাক, একটি বাসের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার। হঠাৎ বাসটির সামনে একটা কুকুর এসে গেল এবং চালক কুকুরকে বাঁচাতে হার্ড ব্রেক করলেন। এর ফলে বাসের যাত্রীরা সবাই অনেক জোরে সামনে ঝুঁকে যাবে। যারা দাঁড়ানো ছিল তাদের অবস্থা ডাইভ দিয়ে বল ধরার মত হবে। এই বিষয়টি যখন ঘণ্টায় ১৪৭০.২৩ কিমি. বেগের ক্ষেত্রে হবে, তখন একেবারে ছিটকে পড়তে হবে পৃথিবী থেকে।
এক বিজ্ঞানী এই বিষয়ে বলছেন, If Earth stopped for 1 second and you weren't belt-buckled to the Earth, you would fall over and roll 800 mph due east... killing everyone.
#স্পন্দন #বিজ্ঞান_সম্মত_আলোচনা #পৃথিবীর_ঘূর্ণন_বন্ধ_হলে_কী_হবে
-
LIVE
Lofi Girl
2 years agoSynthwave Radio 🌌 - beats to chill/game to
126 watching -
25:45
Simply Bitcoin
1 day agoBitcoin Nomads: Building Circular Economies in Africa
870 -
1:09:06
Mike Rowe
13 hours agoWhy Are There Condoms In Women's Prisons? | Amie Ichikawa #454 | The Way I Heard It
4.87K9 -
34:05
Matt Kohrs
19 hours agoPlan B w/ Preston Pysh || The Matt Kohrs Show
14.8K -
2:10:55
MG Show
18 hours agoPeter Navarro Destroys the CFR; President Trump Meeting with Secretary General of NATO
15K12 -
1:37:13
FreshandFit
12 hours ago74 Year Old Wonders Why She's Still Single
285K13 -
2:08:09
Inverted World Live
10 hours agoThe Titanic, The Gold Standard, and Jekyll Island | Ep. 129
91.5K12 -
2:56:44
TimcastIRL
10 hours agoNBA Games RIGGED, 34 Indictments, Democrat Calls It TRUMP'S REVENGE | Timcast IRL
259K135 -
2:54:13
Laura Loomer
10 hours agoEP152: Texas Man Arrested For Threatening To Kill Laura Loomer
47.9K37 -
1:34:02
Man in America
13 hours agoEXPOSED: What the Vatican, CIA, & Elites Are HIDING About True Human Potential
71.4K37