ll জানেন কী জ্বলন্ত চিতার ভস্ম দিয়ে আরতি হয় এখানে? দেখতে হলে ভিডিওটি দেখুন ll বাবা ভুতনাথ মন্দির ll

2 years ago

#কলকাতা
#whatsappstatus
#wanderedsoul
#bhutnathtemplejunagadh
#bhutnath
#bhutnathtemple
#kolkata
#robindronath
#robindronaththakur
#bishobharoti
#nimtola

শ্মশানে যাওযার আগে মৃতদেহকে এই মন্দিরের শিবের জল খাওয়ালে স্বর্গ প্রাপ্তি ঠেকাতে পারেননা স্বয়ং যমরাজ।

আনুমানিক আড়াইশ বছর এর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে উত্তর কলকাতার এই মন্দির।

বারানসীর কোনও এক অঘোরী সাধু। নাম নিয়ে মতান্তর আছে। পা পড়ল হুগলী নদীর তীরে। নিমতলা মহা শ্মশান -এ ।তাঁর হাতেই প্রতিষ্ঠিত হল শিব লিঙ্গ।

সেই শিব লিঙ্গ ঘিরেই বর্তমানের ভূতনাথ মন্দির। ফি বছর শিবরাত্রিতে সেখানে উপচে পড়ে ভক্তের ভিড়। আবার সেই ভিড়ে কি শুধুই ভক্তদেরই সমাগম?

সেই সন্দেহের কোনও অবকাশই দেননা শহরবাসী। লাঠি হাতে এবং কোলে চড়ে, ভিড়ে চোখে পড়বে সব বয়সের মানুষ। কেউ এসেছেন ঈশ্বরের টানে। কেউ আবার জাঁকজমক গা এলিয়ে দিতে।

ভোর-রাত থেকেই গোটা এলাকা জুড়ে ম-ম করছে ঈশ্বরের সুবাস। ভোলানাথ বিরাজমান সর্বত্র। দেবকুলে নাকি তিনি ছিলেন একসময় ব্রাত্য! অথচ কোটি কোটি মানুষের আশার ভোর কেন্দ্র এখন তাঁকে ঘিরেই।

ভিড় মানেনা কোনও জাতপাতের বেড়াজাল। অগুনতি মানুষ হাঁটছেন মন্দির দর্শনে। ভিড়ে ধাক্কা ধাক্কি করতে গিয়ে উঁচু জাতের কোনও ব্রাহ্মণকে সামলাচ্ছেন হয়ত নিচু সম্প্রদায়ের কোনও ব্যক্তি।

মুখে হাসি আর হাতে উষ্ণ করমর্দন। মনে শুধু একটাই নাম। ভোলা মহেশ্বর। সবাই মিলেমিশে এক হয়ে যাচ্ছেন তাঁর ডাকে।

রাস্তার দুধার জুড়ে সারি সারি দোকানের পসার। চায়ের দোকানে ধোঁয়ার সঙ্গে গরম গরম লিত্তি। আলো ঝলমলিয়ে যেন গোটা গঙ্গা জেগে ওঠে।এভাবেই জীবন্ত হয়ে ওঠে আহিরিটোলার ভূতনাথ মন্দির।

১৯৩৪ সাল থেকে ভূতনাথ মন্দিরের যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছেন হিন্দু সৎকার সমিতি। বর্তমানে মন্দিরের পুজা পরিচালনার দায়ভার তাঁদেরই কাঁধে।মন্দির ঘিরেই নিমতলা আদি শ্মশান। একসময় ইংরেজ সরকারের চক্ষুশূল হয় এই শ্মশান। সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল।বাঁধ সাধেন এক বাঙালি। বাঙালী খ্রিস্টান রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ সরকার আর নিমতলা শ্মশান সরিযে নিযে যেতে পারলেন না।মন্দিরের পাশেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিপ্রাঙ্গণে কিছুক্ষণ কাটিয়ে গঙ্গানদীর তীরে এক অপূর্ব মনোরম সূর্যাস্ত কাটিয়ে আমরা বাড়ি ফেরার পথ ধরলাম।
বাড়ির_পাশে_সিরিজের_ভিডিও_গুলি এই_লিঙ্ক_গুলো_খুললে_পাবেন।
https://youtube.com/playlist?list=PL8xNZUtucPdcWf8pnqOsrWD7NCWn_kWQy

Loading comments...