ঐতিহ্যবাহী স্থান পুঠিয়ার রাজবাড়ী। সমস্ত তথ্য ও ভিডিও চিত্র

2 years ago
1

#aholidaytour #পুঠিয়ার_রাজবাড়ী
মুঘল আমলের প্রাচীনত্ব
ইতিহাসের সাক্ষী হয়ে স্থাপত্য তার মহিমায় দাঁড়িয়ে আছে।
ঐতিহাসিক স্থাপত্য সাম্প্রতিক দর্শকদের জন্য অব্যাহত,
প্রতিদিন সকাল থেকে দর্শনার্থীদের নামে ঢল ,
প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই স্থানটি দেখতে।
ভবিষ্যতে আরো অনেক কিছুই সংযোজন করা যেতে পারে দর্শনার্থীদের জন্য,
জাদুঘরে ছড়িয়ে থাকা প্রাসাদ সংক্রান্ত নিদর্শন জারি করেছে প্রশাসন।
সম্পূর্ণ এবং প্রাচীন নিদর্শন সহ এটি একত্রিত করে এই জাদুঘর
সমৃদ্ধির পথেই অব্যাহত আছে।
পুঠিয়া রাজবাড়ী (Puthia Rajbari) রাজশাহীতে অবস্থিত নজরকাড়া স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। রাজশাহী বিভাগীয় শহর হতে ৩০ কিলোমিটার এবং রাজশাহী-নাটোর মহসড়ক থেকে মাত্র ১ কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ীর অবস্থান। পুঠিয়া বহুকক্ষ বিশিষ্ট দ্বিতল পুঠিয়া রাজবাড়ীতে প্রবেশের জন্য উত্তর দিকে একটি সিংহ দরজা রয়েছে। জমিদার বা রাজারা এখান থেকে তাদের রাজ কর্ম পরিচালনা করতেন। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যে উনবিংশ শতাব্দীতে পুঠিয়া রাজবাড়ি নির্মিত হয়। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা পুঠিয়া রাজবাড়িটি লস্করপুর ডিগ্রী কলেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
পুঠিয়া রাজবাড়ী পরিবেষ্টিত পরিখাগুলোর রয়েছে আলাদা আলাদা নাম। শিব সরোবর বা শিবসাগর, মরাচৌকি, বেকিচৌকি, গোপালচৌকি ও গোবিন্দ সরোবর পরিখা ছাড়াও রাজবাড়ীতে শ্যামসাগর নামে একটি বিশাল দিঘি রয়েছে। দুটি প্রাসাদ এবং জমিদারদের নির্মিত বেশ কয়েকটি মন্দির এখনো এখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে অন্যতম দোচালা পদ্ধতিতে নির্মিত বড় আহ্নিক মন্দির, ১৮২৩ খ্রিষ্টাব্দে নির্মিত বড় শিব মন্দির বা ভূবনেশ্বর মন্দির, চারতলা বিশিষ্ট পুঠিয়া দোল মন্দির এবং পুঠিয়া পাঁচআনী জমিদার বাড়ীর প্রাঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির। পুঠিয়া রাজবাড়ি
সপ্তাহে ৫ দিন খোলা থাকে এটি l শুক্রবার ও শনিবার বন্ধ থাকে,
প্রতিদিন সকাল ৬ টা থেকে শুরু করে সন্ধ্যা ৫ টা পর্যন্ত চালু থাকে l
এখানে প্রবেশ মূল্য প্রতিজনের জন্য ২০টাকা

দেশ-বিদেশের সব ধরনের ভ্রমন সংক্রান্ত তথ্য সবার আগে পেতে,
সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ‘AholidayTour’-
➤ || https://aholidaytours.com
➤ || P L E A S E|| ➤ https://tinyurl.com/aholidaytour
✅ Like |✅ Comment |✅ Share | ✅ Subscribe

Loading comments...