হজ ২০২২। হাজীগণ ফেরার পথে সাবধান!!! হতে পারে অর্থদন্ডও

1 year ago
1

হজ ও ওমরাহযাত্রী হিসেবে সৌদি আরব ভ্রমণকালে সৌদি সরকারের নীতিমালানুযায়ী সৌদি আরবে প্রবেশ ও প্রত্যাগমনের সময় কোন যাত্রীর সাথে ষাট হাজার সৌদি রিয়ালের অধিক নগদ অর্থ বা সমমূল্যের স্বর্ণালংকার বা মূল্যবান যে কোন দ্রব্যাদি বহন করলে উক্ত যাত্রীকে সৌদি স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত ইলেক্ট্রিক্যাল ভাউচার গ্রহণ করতে হবে । এর কোন ব্যত্যয় হলে উক্ত যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে।

Loading comments...