ধর্ষণের ৩দিন পর বিবস্ত্র তরুণীর খণ্ডিত মস্তক উদ্ধার, ২ ঘাতক গ্রেফতার

2 years ago
2

খুলনার ফুলতলায় ধর্ষনের পর যুবতী মুসলিমা খাতুন(২০)কে গলা কেটে হত্যার তিন দিন পর সরাসরি জড়িত দুই হত্যাকারীকে গ্রেফতার এবং তাদের দেখিয়ে দেয়া স্থান থেকে খন্ডিত মস্তক, পরিধেয় জামা-কাপড়, স্যান্ডেল ও হত্যাকান্ডে ব্যবহৃত ধারলো বটি উদ্ধার করে পুলিশ ও র‌্যাব-৬। আটকৃতরা হলো ফুলতলার যুগ্নিপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশাররফ খন্দকারের পুত্র রিয়াজ খন্দকার (৩২) ও শিলন সরদারের পুত্র সোহেল সরদার (২৫)। উদ্ধারকৃত মস্তকের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার হওয়া ওই দু’যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

Loading comments...