The beauty of Rangamati, Bangladesh.অপরূপ সৌন্দর্য্য ‘ রাঙ্গামাটির ফুরোমন পাহাড়’

8 months ago
3

The beauty of Rangamati, the largest district of Bangladesh known as Switzerland, can be seen in all seasons. The path of Queen Rangamati, bound in the tight embrace of nature, has many variations on the way. The dense forests of Rangamati, the attraction of this form of hilly nature is very popular with tourists. That is why thousands of tourists from all over the country come to enjoy this beauty of nature.
সুইজারল্যান্ড খ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটির সৌন্দর্য সব ঋতুতেই দেখা যায়। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাঁধা রূপের রানি রাঙ্গামাটির পথে পথে রয়েছে নানান বৈচিত্র্য। রাঙ্গামাটির গহীন অরণ্য, পাহাড়ি প্রকৃতির এই রূপের আকর্ষণ পর্যটকদের কাছে ভীষণ প্রিয়। তাই তো দেশ-বিদেশ থেকে হাজারো পর্যটক ছুটে আসেন প্রকৃতির এ সৌন্দর্য উপভোগ করতে।
যে রূপে মুগ্ধ হয় পর্যটকরা সে রূপে রয়েছে সবুজ অরণ্যে ঢাকা পাহাড়, কাপ্তাই হ্রদের বয়ে চলা স্রোতধারা, যা প্রকৃতির আদি সৌন্দর্য। রাঙ্গামাটির আরও গহীনে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সৌন্দর্য। তেমনই অনন্য এক সৌন্দর্যের নাম “ফুরোমন পাহাড়”। আর সৌন্দর্যের এ পাহাড় আপনাকে বিস্মিত করবেই।

Loading comments...